সর্বশেষ সংবাদ >>

৭৫ বছরের বৃদ্ধা বিনতা কন্দ ফিরে পেলো তার সরকারি ঘর থেকে ছিনিয়ে নেওয়া টিন ।

T24X7 প্রতিনিধি20/10/2019TRIPURA

অবশেষে মানবিকতার জয় হলো । 75বছরের বৃদ্ধা বিনতা কন্দ ফিরে পেলো তার সরকারি ঘর থেকে ছিনিয়ে  নেওয়া টিন । বেসরকারি মাইক্রোফিনান্স সাটিন তাদের ভুল বুজতে পেরে এলাকাবাসী স্থানীয় শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এবং মহকুমা প্রশাসনের সহযোগিতায়  পুরানো টিনের পরিবর্তে নুতন টিন তুলে দেওয়া হয় তার হাতে । সেই সাথে মেরামতির জন্য  অর্থ ও দেওয়া হয় । স্থানীয় পঞ্চায়েত এবং যুব মোর্চার জেলা সভাপতি আশীষ ভট্টাচার্যের  উপস্থিতিতে টিন গুলো  তুলে দিয়ে বৃদ্ধার ঘরে ফেরার বন্দোবস্ত করায় খুশির বাতাবরণ তৈরি হয় তিন নম্বর  কলাছড়ি গ্রামে ।  উল্লেখ্য গত বৃহস্পতিবার কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় কমলপুর মহকুমার তিন  নম্বর কলাছড়ি গ্রামের সন্ধ্যা কন্দর বৃদ্ধা মা বিনতা কন্দের ঘরের  টিন খুলে নেয় সংস্থাটি। অবশেষে পঞ্চায়েত, মহকুমা প্রশাসন এবং বুদ্ধি জিবি মহলের চাপে টিন গুলি ফিরিয়ে দিতে বাধ্য হয় সংস্থাটি ।