সর্বশেষ সংবাদ >>

মুখ্যমন্ত্রীর হাত ধরে এমবিবি বিমান বন্দরে সূচনা হল এয়ার এশিয়া বিমান পরিষেবার।

T24X7 প্রতিনিধি20/10/2019TRIPURA

রাজ্যে নয়া সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিমান পরিষেবার প্রসারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই নিয়ে বেশ কয়েকবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এই বিষয়ে কথা বলেন। পরবর্তী সময় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিকও এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে কথা বলেন। যার সুবাদে এয়ার এশিয়া রাজ্যের এমবিবি বিমান বন্দর থেকে বিমান পরিষেবা চালুর কথা ঘোষণা করে। তারই পরিপ্রেক্ষিতে রবিবার এমবিবি বিমান বন্দরে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এয়ার এশিয়া বিমান পরিষেবার সূচনা করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা, রাজ্যের পরিবহন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক ডাক্তার দিলিপ দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন দীপাবলির আগে এয়ার এশিয়া বিমান পরিষেবা চালু হওয়া রাজ্য বাসীর জন্য বড় উপহার। তার জন্য তিনি দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী সহ অন্যান্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন রাজ্য বাসীর ভাগ্য ভালো। যা হচ্ছে ভালো হচ্ছে। আগামিতেও ভালো হবে। ত্রিপুরাবাসীর ভালো দিন এসে গেছে। তবে যে সকল লোক ভ্রষ্টাচারের সাথে যুক্ত তাদের ভালো দিন আসবে না। ভ্রষ্টাচারের সাথে যুক্ত ব্যক্তিরা যেখানেই থাকুকনা কেন, যে কোন পার্টিতেই থাকুকনা কেন। তাদেরকে ছাড়া হবে না বলেও জানান মুখ্যমন্ত্রী। যে বা যারা ভ্রষ্টাচারের সাথে যুক্ত ব্যক্তিদের সহযোগিতা করবে তাদেরকেও ছাড়া হবে না। যারা ভ্রষ্টাচার নিয়ে ভাবে কিংবা ভ্রষ্টাচারদের নিয়ে ভাবে তাদের সাথে রাজ্য বাসি যেমন নেই তেমনি বর্তমান সরকারও নেই। এই সরকার উন্নয়নের সাথে থাকবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন আচ্ছে দিন আয়গা। ত্রিপুরায় আচ্ছে দিন চলে  এসেছে বলেও জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে অপর বক্তা সাংসদ প্রতিমা ভৌমিক বলেন ১৪ আগস্ট রাজ্যের ইতিহাসে নয়া ইতিহাস তৈরি হয়েছে। আগরতলা থেকে দিল্লি এবং দিল্লি থেকে আগরতলা সরাসরি ইন্ডিগোর বিমান চালু হয়েছে। রবিবার ফের নতুন ইতিহাস তৈরি হয়েছে। এয়ার এশিয়ার বিমান পরিষেবা চালু হয়েছে। আগরতলা থেকে দিল্লি, আগরতলা থেকে কোলকাতা, কোলকাতা থেকে দিল্লি সপ্তাহে ৬ দিন বিমান চলাচল করবে এয়ার এশিয়ার। তাছারাও আগরতলা থেকে গৌহাটি, গৌহাটি থেকে আগরতলা সপ্তাহে চার দিন এবং আগরতলা থেকে ইম্ফল, ইম্ফল থেকে আগরতলা সপ্তাহে তিন দিন এয়ার এশিয়ার বিমান চলাচল করবে।ফলে রাজ্যের পাশাপাশি সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের জনগণের উপকার হবে বলেও জানান তিনি।এইদিন প্রথমে প্রদিপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পরে সবুজ পতাকা নেরে আগরতলা থেকে গৌহাটি এয়ার এশিয়ার বিমান পরিষেবার সূচনা করেন মুখ্যমন্ত্রী ব্বিপ্লব কুমার দেব সহ অন্যান্য অতিথিরা। এইদিন এয়ার এশিয়ার আগরতলা থেকে গৌহাটিগামি বিমানের পাইলট ছিলেন রাজ্যের পাইলট তথা দক্ষিন জেলার বিলোনিয়ার সন্তান অর্পণ চৌধুরী। এয়ার এশিয়ার বিমান পরিষেবার সূচনা হওয়ায় খুশির হাওয়া রাজ্যবাসীর মধ্যে।