সর্বশেষ সংবাদ >>

ভ্রষ্টাচার শেষ কর,এক নতুন ভারত গড়ো এই বার্তাকে সামনে রেখে র‍্যালি সংগঠিত করা হয় ইউকো ব্যাঙ্ক আগরতলা জোনাল অফিসের পক্ষ থেকে।

T24X7 প্রতিনিধি20/10/2019TRIPURA

সতর্কতা সচেতনতা সপ্তাহ-২০১৯ উদযাপনের অঙ্গ হিসাবে ভ্রষ্টাচার শেষ কর, এক নতুন ভারত গড়ো এই বার্তাকে সামনে রেখে রবিবার রাজধানীতে এক র‍্যালি সংগঠিত করা হয় ইউকো ব্যাঙ্ক আগরতলা জোনাল অফিসের পক্ষ থেকে। রাজধানীর প্রাণকেন্দ্র রাজবারি প্রাঙ্গণ থেকে এই র‍্যালি শুরু হয়। র‍্যালিতে ইউকো ব্যাঙ্ক আগরতলা জোনালের আধিকারিক ও কর্মীদের পাশাপাশি সাধারন মানুষ অংশগ্রহণ করে। র‍্যালিটি রাজধানীর বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। সমাজে ভ্রষ্টাচারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এই সতর্কতা সচেতনতা সপ্তাহ পালন করা হয়। ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই সতর্কতা সচেতনতা সপ্তাহ উদযাপন করা হবে। তারই অঙ্গ হিসাবে এইদিনের র‍্যালি সংগঠিত করা হয়েছে বলে জানান  ইউকো ব্যাঙ্কের জোনাল ম্যানেজার সুবোধ কুমার।