সর্বশেষ সংবাদ >>

পূর্ত দপ্তরে আর্থিক দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিককে অসুস্থতার কারনে ভর্তি করা হয়েছে জিবি হাসপাতালে।

T24X7 প্রতিনিধি20/10/2019TRIPURA

২০০৮-০৯ অর্থবর্ষে পূর্ত দপ্তরে ৬০০ কোটি টাকা আর্থিক দুর্নীতি মামলায় ধৃত পুলিশ রিমান্ডে থাকা প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিককে শারীরিক অসুস্থতার কারনে রবিবার ভর্তি করা হয়েছে জিবি হাসপাতালে। ১৪ নভেম্বর পুলিশ প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিককে গ্রেপ্তার করে। ১৬ অক্টোবর পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালত সুনীল ভৌমিকের ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। ৪ দিনের পুলিশ রিমান্ড শেষে শনিবার সুনীল ভৌমিককে আদালতে সোপর্দ করে পুলিশ। জমা দেওয়া হয় পুলিসি জিজ্ঞাসাবাদের রিপোর্ট। একই সাথে মামলার তদন্তকারি অফিসার আরও ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানান আদালতে। আদালত উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনার পর সুনীল ভৌমিকের ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। ২৩ অক্টোবর সুনীল ভৌমিককে পুনঃরায় আদালতে তোলার কথা ছিল। এরই মধ্যে রবিবার পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন সুনীল ভৌমিক। উচ্চ রক্তচাপ ও সুগারের সমস্যা জনিত কারনে সুনীল ভৌমিককে প্রথমে নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে। সেখান থেকে তাকে স্থানান্তর করে দেওয়া হয় জিবি হাসপাতালে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে সুনীল ভৌমিককে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর সুনীল ভৌমিককে হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ মতো সুনীল ভৌমিককে ভর্তি করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।