সর্বশেষ সংবাদ >>

TET-2 অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয় রবিবার।

T24X7 প্রতিনিধি20/10/2019TRIPURA

রবিবার রাজ্যে  TET-2 অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। এইদিন সমগ্র রাজ্যের ২০৩ টা সেন্টারে এক সাথে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল ৫৮ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী। এই রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর B.ED ও DLED -এর সংখ্যা কম ছিল। তার জন্য এক কালিন ছার দিয়ে এই পরীক্ষা প্রথম অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকার ২০১৯ সালের ৪ জানুয়ারি ত্রিপুরা রাজ্যের জন্য এই ছার দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার বার বার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। তার পরিপ্রেক্ষিতে রবিবার TET-2 - এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। TET-2 - এর পরীক্ষার্থীর সংখ্যা ৫৮ হাজার ৩৪১ জন। ধলাই জেলায় ৪ হাজার ১৫০ জন পরীক্ষার্থীর জন্য ২২ টা সেন্টারে পরীক্ষা হয়। গোমতী জেলায় ৬ হাজার ৩৫৬ জনের জন্য ১৮ টি সেন্টারে পরীক্ষা হয়।  খোয়াই জেলায় ৫ হাজার ৭৭২ জনের জন্য  ১৯ টা সেন্টারে পরীক্ষা হয়। উত্তর জেলায় ৪ হাজার ৯৮৭ জনের জন্য  ২৬ টা সেন্টারে পরীক্ষা হয়। সিপাহীজলা জেলায় ৭ হাজার ১১৭ জনের জন্য ১৯ টা সেন্টারে পরীক্ষা হয়। দক্ষিন ত্রিপুরা জেলায়  ৬ হাজার ৯৬০ জনের জন্য ২৩ টা সেন্টারে পরীক্ষায় হয়। ঊনকোটি জেলায় ৩ হাজার ৮৭৯ জনের জন্য ১৪ টা সেন্টারে পরীক্ষা হয়। এবং পশ্চিম জেলায় সর্বাধিক ১৯ হাজার ১২০ জনের জন্য ৬২ টা সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এইদিন কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে তা সঠিক ভাবে জানা না গেলেও বেশ কিছু পরীক্ষার্থী এইদিনের পরীক্ষায় বসেনি। রাজধানীর ক্ষুদিরামবসু ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে ১৯৪ জন পরীক্ষায় বসার কথা থাকলেও পরীক্ষায় অনুপস্থিত ছিল ২৩ জন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষা হয় শান্তিপূর্ণ ভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে। ক্ষুদিরামবসু ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে একজন পরীক্ষার্থী পরিচয় পত্র সাথে নিয়ে আসেনি। যদিও পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের হস্তক্ষেপে সেই পরীক্ষার্থীকে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হয়। সব মিলিয়ে এইদিন শান্তিপূর্ণ ভবাবে অনুষ্ঠিত হয় TET-2-র পরীক্ষা।