গোপন সূত্রে খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ আটক করলো এক জঙ্গি কে। ঘটনা বিবরনে জানা যায় শ্রীনগর থানার পুলিশ গতকাল রাতে মান্দাই থানা ও টি এস আরের যৌথ প্রচেষ্টায় যতিন্দ্র দের্ববমা এক জঙ্গিকে আটক করে । পুলিশের সন্দেহ তার সাথে আরো ছয় থেকে সাত জনের টিম জরিত আছে। ধৃত জঙ্গির কাছ থেকে একটি স্কুটি, জলপাই রঙের ড্রেস সহ একটি বন্দুক এবং মোবাইল উদ্ধার হয়। আজ ধৃত জঙ্গিকে আদালতে তুলা হবে জানান ওসি মানিক দেবনাথ। এডিসি নির্বাচনের পূর্বে পাহাড়ে জঙ্গি আনাগোনা বাড়ছিল। রাজ্যের দুটি জায়গা থেকে অপহরনের ঘটনা ঘটে। কিন্ত সেই সময় একটা দল ধরা পরার পর কিছুটা স্বস্তি নেমে এসেছিল । রাজ্যে পুলিশের মহানির্দেশক ঘোষনা করেছিলেন নুতুন করে জঙ্গি কার্যকলাপ নেই। যারা ছিল তারা ধরা পড়েছে। কিন্ত আবার নুতুন করে জঙ্গি ধরার ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে জনসাধারনে।