মঙ্গলবার সকাল বেলার এক পশলা বৃষ্টিতে জাতীয় সড়ক জলমগ্ন। ঘটনা চরিলাম বাজারসংলগ্ন বন্ধন ব্যাংক এবং অপারেটিভ ব্যাংকের সামনে জাতীয় সড়ক এ। পথচারী থেকে যানবাহন এই কোমর সমান জল দিয়ে যেতে গিয়ে আটকে পড়েছে জাতীয় সড়কে। বহুদিন ধরে এই স্থানে জাতীয় সড়কের বেহাল দশা। বহুবার জাতীয় সড়ক নির্মাণ কর্তৃপক্ষকে বলা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। হালকা বৃষ্টি হলেই জল জমে যায় এই স্থানের জাতীয় সড়কের দু'পাশের ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে না দীর্ঘদিন ধরে ধরে।এখানে রয়েছে একটি বন্ধন ব্যাংক কোপারেটিভ ব্যাংক সৎসঙ্গ আশ্রম এবং দুটি প্রতিমা তৈরীর দোকান। বৃষ্টি হলে মহা সমস্যায় পড়তে হয় তাদেরকে। গ্রাহকরা ব্যাংকে যেতে পারে না জলের জন্য। মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে। কারণ হালকা বৃষ্টি হলে কোমরসমান জল জমে যায়। প্রায় দুই থেকে তিন ঘণ্টা পর জল সরে। এই স্থানে জাতীয় সড়ক দিনদিন নিচে চলে যাচ্ছে। পিচ উঠে গিয়ে গর্ত হয়ে গিয়েছে জাতীয় সড়ক। এলাকার মানুষ চাইছে অতি দ্রুত যাতে জাতীয় সড়ক নির্মাণ কর্তৃপক্ষ এই স্থানে ট্রেনগুলি পরিষ্কার করে জাতীয় সড়ক উঁচু করে দেয়। না হলে দিন দিন সমস্যা আরো বাড়বে এমনটাই জানিয়েছে এলাকার লোকজন।