সর্বশেষ সংবাদ >>

পাণীয় জলের দাবিতে খোয়াই – আগরতলা সড়ক অবরোধ।

T24X7প্রতিনিধি26/06/2019TRIPURA

পানীয় জলের তীব্র সঙ্কটে জেরবার ২৪ রামচন্দ্রঘাট এলাকার বেলফাং এলাকার বাসিন্দারা। গত প্রায় ৫ দিন যাবৎ জলকষ্ট তীব্র তর আকার ধারন করেছে। এই অবস্থায় বাধ্য হয়ে বুধবার সকালে খোয়াই – আগরতলা সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। জলের পাত্র রাস্তায় রেখে সড়ক অবরোধে বসে বাসিন্দারা। জলের সমস্যা নিরসনের দাবি জানাতে থাকে পথ অবরোধ কারীরা। দুই ঘণ্টা ধরে চলা অবরোধের জেরে সকালে এই সড়কে যান চলাচল ব্যহত হয়। বেলফাং এলাকায় চলা পথ অবরোধের খবর পেয়ে তড়িঘড়ি অবরোধ স্থলে যান ২৪ রামচন্দ্রঘাট কেন্দ্রের বিধায়ক প্রশান্ত দেববর্মা। অবরোধ কারীদের সঙ্গে কথা বলেন তিনি। জলের সমস্যার কথা অনুধাবন করে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তবে অবরোধ কারীদের কাছে অনুরোধ জানান পথ অবরোধ তুলে নেওয়ার জন্য।  বিধায়কের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয় সড়ক। এদিকে বিধায়ক প্রশান্ত দেববর্মা জানান এই এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে শীঘ্রই জল পৌঁছে দেওয়া হবে।