বারভাইয়া গ্রাম পঞ্চায়েতে কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা।
শ্রীনগর থানার পুলিশ আটক করলো এক জঙ্গি কে।
চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
কল্যাণপুর গোপালনগর এলাকায় প্রধানের মারধর ফলে গুরুতর আহত গ্রামের এক নিরীহ যুবক।
এক পশলা বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক ।
মাটির ধ্বস পরে মৃত্যু হলো এক শ্রমিকের।
বাতিল হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা।
অসহায়ের মত দিন কাটাচ্ছেন চাকরিচ্যুত ১০৩২৩ এর স্নাতক শিক্ষক হিমাংশু সূত্রধর।
হাসপাতালে প্রসূতি মায়ের রক্তের অভাবে মৃত্যু নিয়ে এই কটাক্ষ বিরোধী দলনেতা মানিক সরকারের।
পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ী বাড়ী টেস্ট।
"সিপিআইএম সন্ত্রাসে অভিজ্ঞ" প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে নবেন্দু ভট্টাচার্য।
অবৈধ বালি মাফিয়ার তান্ডবে অতিষ্ট গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার সংলগ্ন তিন নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
আবারো মাতৃগর্ভে মৃত শিশু, ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। স্বাস্থ্যকর্মীদের থেকে সাহায্যে মেলেনি অভিযোগ মৃত শিশুর বাবার।
করুনা কারফিউতে কাজ না পায়ে হতাশ রাজধানী আগরতলার দিনমজুরেরা।
বন্ধ বারে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা বিল দিতে গিয়ে সমস্যার সম্মুখীন, তীব্র গরমে বিদ্যুৎহীন গ্রাহকেরা।
আবারো ধর্মনগরে এটিএম থেকে টাকা তুলতে গিয়ে প্রতারণারার শিকার ২ গ্রাহক। থানায় মামলা। ঘটনার বিবরনে যানা যায় রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ যিশু দেবনাথ নামে এক ব্যক্তি তার ছেলে জুয়েল দেবনাথের একাউন্ট থেকে টাকা তুলতে যান ধর্মনগর বাজারের একটি ষ্টেট ব্যাঙ্কের এটিএম-এ। সেই সময় দুই যুবক বাইকে করে এসে সেখানটায় দারায় । এটিএমএ টাকা তুলতে আসা যিশু দেবনাথ নামে ঐ ব্যক্তিকে বলে এই এটিএম-এ টাকা নেই। অভিযোগ প্রতারক দুই যুবক এটিএম গ্রাহক যিশু দেবনাথকে কথার জালে ফাসিয়ে ধর্মনগর বাজারেরই আরেকটি ইউ বি আই ব্যঙ্কের এটিএম-এ নিয়ে যায়। এই এটিএম-এ টাকা আছে বলে জানায়। সেই মোতাবেক যিশু দেবনাথ-ও এটিএম থেকে টাকা তোলেন। কিন্তু অভিযোগ টাকা তোলার পরই দুই যুবক যিশু দেবনাথকে সরিয়ে দেয় একাউন্ট কেনস্যাল করার আগেই। তিনি বেড়িয়ে আসেন এটীএম থেকে । কিন্তু তার সন্দেহ হয় । কিছু বুঝে উঠার আগেই প্রতারক দুই যুবক সেখান থেকে বাইকে করে পালিয়ে যায়। তারপর যিশু দেবনাথ তার ছেলেকে ঘটনা সম্পর্কে জানান । তারপর এটিএম এ ব্যালেন্স চেক করে চক্ষু চড়ক গাছ। দুই যুবক ১০হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে ।পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হতেই অঞ্জু রানি নাথ নামে আরেক মহিলা পুলিশকে জানায় ঠিক একই কায়দায় তার এটিএম থেকেও কিছুক্ষন আগে ৯হাজার টাকা হাতিয়ে নিয়েছে দুই যুবক। ২ এটিএম গ্রাহক ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তে নেমেছে পুলিশ। উল্লেক্ষ্য ধর্মনগরে বিগত কিছু দিন আগে এটিএম থেকে টাকা তুলতে যাওয়া গ্রাহকদের প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া এমনই বেশ কয়েকটি মামলা সামনে আসার পর একটা আতঙ্ক ছরিয়ে পরেছিল সাধারন মানুষের মধ্যে ।