বারভাইয়া গ্রাম পঞ্চায়েতে কৃষকের সবজি ক্ষেত নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা।
শ্রীনগর থানার পুলিশ আটক করলো এক জঙ্গি কে।
চিফ মিনিস্টার কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ স্কিমের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
কল্যাণপুর গোপালনগর এলাকায় প্রধানের মারধর ফলে গুরুতর আহত গ্রামের এক নিরীহ যুবক।
এক পশলা বৃষ্টিতে জলমগ্ন জাতীয় সড়ক ।
মাটির ধ্বস পরে মৃত্যু হলো এক শ্রমিকের।
বাতিল হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা।
অসহায়ের মত দিন কাটাচ্ছেন চাকরিচ্যুত ১০৩২৩ এর স্নাতক শিক্ষক হিমাংশু সূত্রধর।
হাসপাতালে প্রসূতি মায়ের রক্তের অভাবে মৃত্যু নিয়ে এই কটাক্ষ বিরোধী দলনেতা মানিক সরকারের।
পুরো নিগমে শুরু হলো প্রত্যেক বাড়ী বাড়ী টেস্ট।
"সিপিআইএম সন্ত্রাসে অভিজ্ঞ" প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সন্মেলনে নবেন্দু ভট্টাচার্য।
অবৈধ বালি মাফিয়ার তান্ডবে অতিষ্ট গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজার সংলগ্ন তিন নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।
আবারো মাতৃগর্ভে মৃত শিশু, ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। স্বাস্থ্যকর্মীদের থেকে সাহায্যে মেলেনি অভিযোগ মৃত শিশুর বাবার।
করুনা কারফিউতে কাজ না পায়ে হতাশ রাজধানী আগরতলার দিনমজুরেরা।
বন্ধ বারে বিদ্যুতের প্রিপেইড গ্রাহকরা বিল দিতে গিয়ে সমস্যার সম্মুখীন, তীব্র গরমে বিদ্যুৎহীন গ্রাহকেরা।
অজ্ঞাত পরিচয় ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়ায় রাজধানীর মেলারমাঠ এলাকায়। জানা যায় মঙ্গলবার সকালে মেলারমাঠ কালি বাড়ি সংলগ্ন পুকুরের পশ্চিম পাড়ের এক গলি পথে ব্যাগটি পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। কিন্তু বেলা বারার পড়ও একই স্থানে ব্যাগটি পড়ে থাকায় স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। সেই মোতাবেক খবর পেয়ে ছুটে যায় পুলিশ। অজ্ঞাত পরিচয় ব্যাগটিতে তল্লাশি চালায়। ব্যাগের থেকে উদ্ধার হয় ৫ টি ব্যাঙ্কের পাস বই, দুটি রেশন কার্ড ও একটি এ টি এম কার্ড । উদ্ধার হয় নগদ সাড়ে চার হাজার টাকা এবং কিছু নথী পত্র । প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই ব্যাগটি আমতলি নিবাসী হেনা চৌধুরীর। তবে কিভাবে এই জায়গায় এসে পৌঁছুল ব্যাগটি তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।